ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার কক্সবাজার থানায় আসামীর মুত্যু: ওসি শাহাজাহান প্রত্যাহার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফ থানার পুলিশের গুলিতে সেনা বাহিনীর মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় সারাদেশের তোলপাড় চলছে। এ ঘটনার রেশ না কাটতেই এবার কক্সবাজার সদর থানায় পুলিশের হেফাজতে থানা মাদক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে।

জানাগেছে, কক্সবাজার শহরে জনতার গণপিটুনি থেকে উদ্ধার করা মাদক মামলার আসামি নবী হোসেন (৩৮) পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি মো. শাহাজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জের সংযুক্ত করা হয়েছে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন, খবর পেয়ে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যান। তখন সে সুস্থ ছিল বলে জেনেছি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

ডিআইজি বলেন, সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার গণপিটুনির হাত থেকে তাকে উদ্ধার করে। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

গোলাম ফারুক বলেন, ‘হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকালে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, একই জেলায় গত ৩১ জুলাই মেরিন ড্রাইভ চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশির নামে মেজর (অব.) সিনহা নামে এক সাবেক সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি হওয়ায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকেও প্রথমে প্রত্যাহার ও পরে গ্রেফতার হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। ওই ঘটনায় আরও ৮ পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার ও বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও থানায় নিয়ে এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তাকে দুর্গাপুর থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print