
রিজেন্ট হাসপাতালের প্রতারণাকাণ্ডে তথ্য উপাত্তের ভিত্তিতে যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখত। তিনি বলেন, ‘রিজেন্টকাণ্ডে প্রয়োজন হলে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে।’
সোমবার (১৭ আগস্ট) বিকেলে এক অডিও বার্তায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্যমন্ত্রীকে কয়েকটা ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তেমন প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। মোহাম্মদ সাহেদকে দুদকের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা যায়।