ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়া, বাগমুয়া, ফরিয়াদিরকুল, হাসপাতাল গেইট ও পদুয়া বাজার এলাকায় গত তিনদিনে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৫০ জন সাধারণ লোক আহত হয়েছে। এদের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২১জন এবং অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ১৬, ১৭ ও ১৮ আগষ্ট পদুয়ার এসব এলাকায় পাগলা কুকুরের আক্রমণের ঘটনাটি ঘটে।

স্থানীয় পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ জহির উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাগলা কুকুরের আক্রমণের ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন হলেন-উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকার শাহজাহানের পুত্র মুবিন(৫), রাবেয়া খাতুন(৬০), আনোয়ার হোসনের ৮ বছর বয়সী কন্যা, ইদ্রিস মেম্বারের ৫৫ বছর বয়সী স্ত্রী, পদুয়া ছগিরা পাড়ার জাকারিয়ার পুত্র মোর্শেদুল আলম (১৬), ওসমান গণির স্ত্রী জন্নাতুল ফেরদৌস (২৯), মোঃ সজীবের কন্যা তাহমিনা সুলতানা (৭), ছালেহ আহমদ (৬০), নুরুল ইসলাম ভোলার স্ত্রী ছাবেরা খাতুন (৬০), আহমদুর রহমানের পুত্র অছিয়র রহমান (৫৫), আশরাফ আলীর কন্যা সেলিনা আক্তার (৩৭), মোজাম্মেলের স্ত্রী (৩৫) ও আব্দুল মোতালেবের পুত্র সাদেক উদ্দীন (২৭)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও সহকারী সার্জন নূসরাত জাহান জানান, পাগলা কুকুরের আক্রমণে আহত হয়ে ২১ জন লোক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, গত ৩দিন ধরে একটি পাগলা কুকুর অজ্ঞাত স্থান থেকে বিদ্যুৎ গতিতে এসে কাউকে কামড়, আবার কাউকে আঁচড় দিয়ে পালিয়ে আত্নগোপন করে ।

গত ১৬ আগষ্ট ৮ জন, ১৭ আগষ্ট ৫ জন, ১৮ আগষ্ট ২০ জনসহ তিন দিনে অন্তত ৫০ জন নারী-শিশুসহ সাধারণ লোক পাগলা কুকুরের আক্রমণে আহত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক ও বাড়ীতে চিকিৎসা নিচ্ছে। স্থানীয়রা আরও জানান, পাগলা কুকুরটি আক্রমণ করে দ্রুত পালিয়ে আত্নগোপন করার কারণে লোকজন তার গতিবিধি লক্ষ্য করতে পারেনি ।

স্থানীয় পদুয়া ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মো: জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই গত তিন দিন ধরে একটি পাগলা কুকুর উপজেলার পদুয়া বাজার এলাকা, হাসপাতাল গেইট, বাগমুয়া, ছগিরা পাড়া, ফরিয়াদিরকুলসহ বিভিন্ন এলাকায় সড়কে চলাচলরত মানুষজনকে আক্রমণ করে দ্রুত পালিয়ে যায়। এসব এলাকার অন্তত ৫০ জন লোক কুকুরটির আক্রমণের শিকার হয়েছে বলে জানতে পেরেছি। আমি কুকুরটি ধরার চেষ্টা করছি।

এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: তৌছিফ আহমদ বলেন, পাগলা কুকুরের কামড়ের খবরটি আমি শুনেছি। উপজেলা প্রশাসন এ বিষয়ে খুব শীগ্রই উপজেলা প্রাণি সম্পদ অফিস ও স্বাস্থ্য বিভাগের সাথে বসে পরবর্তী করণীয় ঠিক করবো। তবে, এ মুহুর্তে লোহাগাড়াবাসীকে পাগলা কুকুর থেকে সর্তক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ হানিফ বলেন, পদুয়ার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ২১ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এতোদিন আমাদের হাসপাতালে কোন ভ্যাকসিন বরাদ্দ ছিলো না। সাম্প্রতিক এ ঘটনার পর উপজেলা পরিষদ থেকে কিছু ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ভ্যাকসিন হাতে পাবো বলে আশা করছি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print