
জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তীকে বদলী করা হয়েছে। তারস্থলে ওসি হিসেবে যোগ দিয়েছেন জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার।
ওসি কেশব চক্রবর্তিকে বদলি করা হয়েছে জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে। ২০১৮ সালের ২৩ শে সেপ্টেম্বর তিনি চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে চন্দনাইশের ওসি পদে রদবদলের তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বদলির আদেশকে তিনি নিয়মিত বদলির অংশ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তীকে বদলি করে জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে। এটি একটি নিয়মিত বদলির ঘটনা।
জানাগেছে, সম্প্রতি চন্দনাইশ উপজেলার দুই ভাইকে টেকনাফে নিয়ে গিয়ে মোটা অংকের টাকার দাবীতে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করে টেকনাফ থানার বিতর্কিত ওসি প্রদীপ কুমার। টেকনাফ থানার সদ্য বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তীর যোগসাজশে ওই দুই ভাইকে তুলে নিয়ে হত্যা করেছে বলে মনে করছেন নিহত দুই ভাইয়ের পরিবার এ নিয়ে সম্প্রতি ব্যাপক লেখালেখির পর চন্দনাইশের ওসির বদলির অর্ডার হয়েছে।
