
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গৃহবধূকে তুলে নিয়ে বাড়ির পাশের বাগানে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় রাতেই গৃহবধূ ছাগলনাইয়া থানায় মামলা করেন। এর দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে একই গ্রামের আবু তাহেরের ছেলে মো. কমিন উল্লাহ (২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) ও খুরশিদ আলমের ছেলে মো. একরাম হোসেন পারভেজকে (১৯) গ্রেফতার করে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে উত্তর মন্দিয়া গ্রামের এক নারীকে (৩০) জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাতেই থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আজ শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।