t সেনা কর্মকর্তার বাড়িতে হামলা, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সেনা কর্মকর্তার বাড়িতে হামলা, আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ার খোকসায় সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারসহ আরো ১০ জনকে আসামি করে শনিবার বিকালে ওই সেনা কর্মকর্তার ছোট ভাই আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে সেনাবাহিনীর লে. কর্নেল আতিকের একটি জমি রয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জমিটি কেনার প্রস্তাব দেন। আওয়ামী লীগ নেতার এমন প্রস্তার নাকচ করে দেন ওই সেনা কর্মকর্তা। এরপর থেকে সেনা কর্মকর্তার সঙ্গে বাবুলের বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে বৃহস্পতিবার বিকালে সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা স্বজনদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। সেনা কর্মকর্তার পরিবার থেকে বাবুল আক্তারসহ তার লোকজনের নামে ওই দিনই থানায় লিখিত অভিযোগ জমা দেয়া হয়। এতে বাবুল আক্তার ক্ষিপ্ত হয়ে শুক্রবার আবারও দলবল নিয়ে সেনা কর্মকর্তার বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দেন।

খোকসা থানার ওসি জহুরুল আলম জানান, জমি দখল, হামলা ও হুমকির অভিযোগে আরিফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় বাবুল আক্তারসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলার বাদী আরিফুর রহমান বলেন, ‘বাবুল আক্তারের নেতৃত্বে দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি লাঠি সোটা নিয়ে আমাদের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় বাড়ির লোকজনদের শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।’

এব্যাপারে জানতে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি এ হামলার ঘটনার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। -সূত্র: ইউএনবি

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print