
বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা নির্ধারিত সময়সূচী অনুযায়ী মাঠে গড়াতে পারেনি। ৪ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কোনো ম্যাচই শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। ফলে গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয় সবকিছু নতুন করে শুরু করার। আগে যে ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছে সেগুলো রিজার্ভ ডে’তে স্থানান্তর করা হবে। আর সেই অনুযায়ী মঙ্গলবার (০৮ নভেম্বর) থেকে নতুন করে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএলের গভর্নিং কমিটির সদস্য সচিবইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে জানান, চলমান নিম্নচাপের প্রভাবে ৪ নভেম্বর উদ্বোধনের পর ৫ নভেম্বর (শনিবার) পর্যন্ত চতুর্থ আসরের কোনো ম্যাচ না হওয়ায় এক জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে নিম্নচাপের প্রভাবে সোমবারের মধ্যেই বৃষ্টির দাপট কমে গেছে। মঙ্গলবার ঢাকার আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ৮ নভেম্বর থেকেই শুরু হতে পারছে বাংলাদেশ ক্রিকেটের জমজমাট টি২০ আসরটি।
প্রসঙ্গত, ৮ নভেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আর দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস। দুটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।