
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৫৬ জনের নমুনা পরীক্ষার চট্টগ্রামে আরও ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৯৫৪ জন। গতকাল দুইজনসহ করোনায় মোট মৃত্যুবরণ করেছে ২৭০ জন। নতুন ৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২৪২২ জন।
আজ শনিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে নগরীতে ৬৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১৯ জন।
জানা যায়, ৮৫৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৬টি নমুনা পরীক্ষা করে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১১৫টি নমুনা পরীক্ষা করে ৪ জন, শেভরনে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।