
অস্ত্র আইনের মামলায় শেরে বাংলা নগর থানার অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিএডি সাইফুল ইসলাম।
গত ২৪ আগস্ট একই আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
সে অনুযায়ী সোমবার সাক্ষ্যগ্রহণ শুরু হলো। এ মামলায় ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলবে।