
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলার ইন্ধনদাতা বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের বিচার চেয়ে মানববন্ধন করেছেন বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
এতে বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলা, মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করার অপরাধে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।বক্তারা বলেন, এ সংসদ সদস্য বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং নির্যাতন চালিয়ে আসছে। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।
অবিলম্বে মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার, মুক্তিযোদ্ধা মানষ কুসুম রায়, মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া, বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক সৈয়দুল আলম, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, এডভোকেট সুনীল সরকার।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোজজ্জাফর আহমদ,মুুক্তিযোদ্ধা শামসুল আলম, মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা জহির উদ্দীন, মুক্তিযোদ্ধা শাহাব মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বশর ফারুকী, মুক্তিযোদ্ধা ইসমাইল, মুক্তিয়োদ্ধা তপন বৈদ্য, মুক্তিযোদ্ধা কার্তিক শীল ও মুক্তিযোদ্ধা সন্তান সাইফুদ্দীন চৌধুরী, সোলায়মান আজাদ প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।