
রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
২৯ আগস্ট রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।
১ সেপ্টেম্বর সকালে ১১টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি জানান, রাঙ্গামাটি শহরের আলম ডক ইয়ার্ডে নিজের শয়ন কক্ষে অসামাজিক কর্মকান্ড চলাকালে এলাকাবাসীর তোপের মুখে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য দিয়ে ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে ঢালাওভাবে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করায় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় নাসরিন ইসলামকে ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে উক্ত শূণ্যপদে পুনঃনির্বাচন দেওয়ার দাবিও জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, সহ-সম্পাদক ইমরুল হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।