ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এমপি নদভী’র বড় ভাইয়ের ইন্তেকাল: দাফন সম্পন্ন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী’র বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শিহাবুদ্দীন ৮ সেপ্টেম্বর বুধবার সাতকানিয়ার মাদার্শা বাবুনগর মক্কার বাড়িস্থ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বৎসর।

জানা যায়, উপমহাদেশের বহুমাত্রিক প্রতিভাধর প্রখ্যাত আলেম ও একাধিক গ্রন্থ প্রণেতা আল্লামা আবুল বারাকাত মোহাম্মদ ফজলুল্লাহ (রাহঃ) এর ছয় সন্তানের ৩য় আবুল ওয়াফা মোহাম্মদ শিহাবুদ্দীন গ্রামের বাড়িতেই অবস্থান করতেন। তিনি একজন সুফি-দরবেশ হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন। আজানের সাথে সাথে মসজিদে উপস্থিত হওয়া ছিল তাঁর সহজাত অভ্যাস।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, অত্যন্ত ধর্মভীরু অমায়িক, সাদাসিধে জীবনযাপনে অভ্যস্থ আবুল ওয়াফা ৮ সেপ্টেম্বর বুধবার জোহরের নামাজেরর পর অজিফা পাঠ শেষে তিনি দীর্ঘক্ষণ মোনাজাতে মশগুল ছিলেন এবং অঝোর নয়নে কান্নাকাটি করেন। মোনাজাত শেষ করে মুখ ধূঁয়ার জন্য পুকুর ঘাটে নামলে তিনি হঠাৎ স্ট্রোক করে ঢলে পড়েন এবং দুপুর দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চার ভাই, তিন বোন, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে যান।

৯ সেপ্টেম্বর বুধবার রাত নয়টায় সৌদিয়ার রিয়াদস্থ আল-খারাজ রাজকীয় জামে মসজিদের সাবেক খতীব হাফেজ মাওলানা জাহেদ হোসাইনের ইমামতিতে বিশাল নামাজে জানাযা শেষে মক্কার বাড়িস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযা পূর্বে বিশাল মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্তসার বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এমপি।

শোক প্রকাশ:

এদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী’র বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শিহাবুদ্দীনের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ), চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ ইসমাঈল মানিক, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী, চুনতি মাদ্রাসাস্থ আঞ্জুমনে তোলবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মোহাম্মদ মমতাজুর রহমান, সেক্রেটারি মাওলানা অলি উদ্দিন মোহাম্মদ। বিবৃতিতে তাঁরা মরহুম আবুল ওয়াফার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. আবু রেজা নদভী এমপির প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print