সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল তিনটার সময় উপজেলার বার আউলিয়াস্থ ঢং ব্যাং টেক্সটাইল মিলের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, বিকাল তিনটার সময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক নারী বয়স আনুমানি (৪০) মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।
কুমিরা রেলওয়ে ষ্টেশন মাস্টার মো: সাইফুদ্দিন বশর আবু দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, বিকাল তিনটার সময় অজ্ঞাত এক মধ্য বয়সী নারী ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার খবর পেয়েছি। লাশটি রেলওয়ে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।