ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ৭বছরের শিশু উপর নির্মম নির্যাতন 

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭বছর বয়সী পুত্র সন্তানকে নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে পিটিয়ে মারাত্বক জখম করেছে সৎ পিতা।

এ ঘটনায় তানিম এর পাষান্ড পিতা মোঃ সালাউদ্দিনকে পুলিশ আজ সোমবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

সীতাকুণ্ডে পৌরসভা মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকায় এঘটনা ঘটে।

বর্তমানে শিশু সাইফুল ইসলাম তানিম সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

পুলিশ জানায়, সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র সালাউদ্দিন (৪৬) গত ৫ বছর পূর্বে ডিভোর্স হওয়া সাতকানিয়ার ইয়াসমিন আক্তার (২৮)কে দ্বিতীয় বিয়ে করেন এবং ইয়াসমিন আক্তারের আগের সংসারে থাকা দুই বছরের এই শিশু তানিমকে মেনে নিয়ে বিয়ে করেন সালাউদ্দিন। কিন্তু বিয়ে করার পর থেকে পিতাহারা শিশুটিকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত শনিবার সকালে তার দ্বিতীয় স্ত্রী ইয়াসমিনকে ফোন করে বলেন, শিশুকে পাহাড়ে সবজি বাগানে পাঠাতে সবজি তোলার জন্য। সবজি তোলার জন্য পাহাড়ে গেলে, সবজি কাটতে ভুল করায় তামিমকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক যখম করে।

এদিন বিকাল চারটার সময় শিশুটি কান্না করতে করতে বাড়িতে এলে তার মা ইয়াসমিন আক্তার তার জামা খুলে দেখতে পায় পুরো শরীরে জখমের দাগ রয়েছে। তানিমের পিঠ, বুক, পেট, মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে রয়েছে।

এব্যাপারে তানিমের মা ইয়াছমিন বলেন, সালাউদ্দিন একজন প্রতারক, সে এ পর্যন্ত তিনটি বিয়ে করেছে। সে লম্পট ও চরিত্রহীন একজন মানুষ। সে আমাকে মিথ্যে বলে বিয়ে করে ঠকিয়েছে। আমার পূর্বের সংসারের ছেলে তানিমকে শুরুতে মেনে নিলেও এখন সে আমার ছেলেকে মেনে নিতে পারছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাা.নুরুউদ্দিন রাশেদ বলেন, শিশুটিকে পিটিয়ে মারাত্বক জখম করেছে তার পিতা। সারা শরীরে তার আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে তবে সুস্থ্য হতে বেশ সময় লাগবে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই আবুল বাশার বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশু তানিমের পিতা সালাউদ্দিনকে আটক করি। শিশুটিকে সে নির্মমভাবে মেরেছে। তার মা মামলা করেছে। দ্রত মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে আইনের সর্ব্বোচ ব্যবহার করে পাষান্ড সালাউদ্দিনকে বিচারের মুখোমুখি করা হবে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print