
শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা থেকে:
দক্ষিন আফ্রিকায় ডাকাতের গুলিতে একজন বাংলাদেশী নাগরিক খুন হয়েছে। আজ মঙ্গলবার দেশটির পুমালাংগা প্রদেশের কুমাতলাংগা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তির নাম মো. রিপন। তার বাংলাদেশের বাড়ি মাদারীপুর জেলায়।
রিপন তার কর্মস্থল থেকে আরেকজন বাংলাদেশী নাগরিকের দোকানে বেড়াতে গিয়ে ডাকাতের কবলে পড়ে। এই সময় ডাকাতরা ডাকাতি করে চলে যাওয়ার সময় রিপনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করলে রিপন ঘটনাস্থলেই নিহত হয়।
বর্তমানে রিপনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।ময়নাতদন্তের পর রিপনের লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।