t কক্সবাজারে র‌্যাব ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির পর অস্ত্রসহ আটক ২ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে র‌্যাব ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির পর অস্ত্রসহ আটক ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে র‌্যাবের সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি হয়। এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-দেশিয় তৈরী ২ টি বন্দুক, ২ টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।”

কক্সবাজারের পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের দেশিয় অস্ত্র তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে র‌্যাবের সাথে ডাকাতদের মুখোমুখি গোলাগুলি হয়। এসময় অস্ত্রকারবারি ডাকাতদলের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, শুক্রবার বিকালে মধুরছড়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। র‌্যাব সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।

তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ওখান আমাদের অভিযান চলছে। পালংখালী পাহাড়ে রোহিঙ্গা ডাকাত দলের অবস্থান রয়েছে। তারা সেখানে বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিল। র‌্যাব সেখানে অভিযানে গেলে তারা গুলিবর্ষণ করে। পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছে।

তিনি আরও বলেন, ডাকত দলের পাশাপাশি সেখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান রয়েছে। অভিযানকালে অন্য একটি অপরাধচক্র পালিয়ে গেছে। ঘটনার শুরুর দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ডাকাত দল গোলাগুলি করছিল। হতাহতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print