
চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় রিক্সা থেকে নামিয়ে এক গৃহবধূকে (২২) গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ধর্ষণে সহায়তাকারী এক নারীসহ জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ।
গণধর্ষেনকারী আটককৃতরা হল জাহাঙ্গীর (৩৮), মোঃ ইউসুফ (৩২), মোঃ রিপন (২৭), মোঃ সুজন (২৪), দেবু বড়ুয়া প্রঃ জোবায়ের হোসেন( নও মুসলিম)(৩১), মোঃ শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রঃ বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা (৫৫)।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) ভোরে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পথে ওই এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন উক্ত গৃহবধূ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে আটক করা হয়েছে। বিস্তারিত বিকেল সাড়ে ৫টায় ব্রিফিংয়ে জানানো হবে।
জানাগেছে, ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে সিএনজি যোগে এসে এই নারী কাপ্তাই রাস্তার মাথায় নামেন। রিকশা নিয়ে তিনি চকবাজার বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে মহিলার রিকশা নগরীর পুরাতন চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে নামিয়ে একটি ভবনের পাশের গলিতে নিয়ে গণধর্ষণ করে।
পরে ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তির পর বর্তমানে চমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।