
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়ায় পানিতে ডুবে মারা যাওয়া শিশু মৃত্যুর জেরে পটিয়া হাসপাতালে ভাঙচুর ও হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক জিয়াউদ্দিন মোঃ সাকিব ও ইমারজেন্সি এটেনডেন্ট রনি কুমার দাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে পটিয়া হাসপাতালের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসপাতালের সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তি প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ডাক্তার জিয়াউদ্দিন মোঃ মাসুদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। যাতে আর কোন চিকিৎসক এধরনের সন্ত্রাসী হামলার শিকার না হন। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক যদি নিরাপদে চিকিৎসা সেবা দিতে নাপারে তবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। তাই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে যথাযথ মূল্যায়নে সংশ্লিষ্ট বিভিাগের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এতে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ মোঃ জাবেদ, ডাঃ কাজী ফারহানা নূর, ডাঃ সুরজিত ঘোষ, ডাঃ সৌমেন বড়ুয়া, ডাঃ রিজওয়ান সিদ্দিকী, ডাঃ রিদওয়ানুল হক, ডাঃ পাপিয়া, ডাঃ সুচিতা ও অন্যান্য চিকিসক, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের আহবান জানান। ২৪ ঘন্টার মধ্যে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।