
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে শাখাওয়াত হোসেন রিসান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু এলাকার হমীর করিমুল ইসলামের ছোট ছেলে।
শিশুটির পিতা করিমুল ইসলাম জানান, আজ শনিবার সকালে বাড়ির সামনের পুকুরের ধারে সবার সাথে খেলছিল রিসান। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চমেক হাসপাতালে রেফার করলে দুপুর বারোটার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু শাখাওয়াত হোসেন রিসানের মৃত্যুতে জঙ্গলখাইন এলাকার মীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।