
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
রোববার মধ্যরাতে ভুক্তভোগীর পরিবারের মামলার সূত্রধরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলি এলাকার মো. হানিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রনি তালুকদার পাঠক ডট নিউজকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় একটি বাসায় আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করে রিয়াজ। এঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালাতে পাঠানো হয়েছে।