
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় বন্দর বাজার ফাঁড়ি ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মহানগর পুলিশ। আকবর ছাড়া বরখাস্ত বাকি তিন পুলিশ সদস্য হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস।
একই সাথে এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জোতির্ময় সরকার।
এর আগে, গতরাতে নগরীর কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে রায়হানের। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভোররাতে টাকা চেয়ে রায়হানের মায়ের মুঠোফোনে কল দেয় এক পুলিশ সদস্য। ভোর সাড়ে পাঁচটার দিকে রায়হানের চাচা টাকা নিয়ে গেলে তাকে বলা হয় রায়হান অসুস্থ। পরে সকালে আবার ফাঁড়িতে গিয়ে জানতে পারেন তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
পরবর্তীতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন রায়হানের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে নগরীর আখালিয়ায় নিহতের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তবে পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মৃত্যু হয় রায়হানের।