
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোঃ রমজান (২২) ও মোঃ একরাম (২৪)।
সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নিউ মার্কেট মোড়স্থ বাস কাউন্টারের সামনে এক ব্যাক্তির কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় মো: রমজানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।অন্যদিকে রাত ১১টার দিকে আন্দরকিল্লা মোড়স্থ ব্যাংক এশিয়া এর সামনে আরেকটি ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের সময় মোঃ একরামকে গ্রেফতার করা হয়।