
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌর বাজার থেকে ৯৫৫ পিস ইয়াবা উদ্দার করেছে র্যাব-৭। এসময় উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল নোমান (২৪) ও তার সহযোগী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের বারইয়ারহাট শাহ আমানত হোটেলের ভেতরে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে চালানো হয়। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।