ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে তালাকপ্রাপ্তা নারীকে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ: আ’লীগ নেতা গ্রেফতার

পুলিশের হাতে আটক আলমমীগ মেম্বার।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পুলিশের হাতে আটক আলমমীগ মেম্বার।

রাঙামাটি জেলা প্রতিনিধি:
ইন্টারনেটে নগ্ন ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ উঠেছে আলমগীর মেম্বার নামে রাঙামাটির এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। রাঙ্গামাটির কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সাবেক ইউপি মেম্বার আলমগীর বর্তমানে বরকল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এবং জেলা আওয়ামীলীগের ভোটার সদস্য বলে দলীয় দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের রাজবাড়ির একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

.

এদিকে উদ্ধারকৃত ভিকটিম নারীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে জানিয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানিয়েছেন, এই ব্যাপারে কোতয়ালী থানা ধর্ষণ ও পর্ণেোগ্রাফি আইনের দুই ধারায় মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতা নারীর অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা নাম্বার-২১, তারিখ: ১৬/১০/২০২০ইং।

ভূক্তভোগী নারী জানিয়েছেন, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলমগীর অনেক আগে থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের বছর ধরে আমার সাথে শারিরিক সম্পর্ক করে আসছিলো। তার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমি গত দুই বছর ধরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম।

.

সম্প্রতি সে আমার মোবাইল নাম্বারে কল করে তার সাথে যোগাযোগ করতে বলে এবং একলাখ টাকা দিতে বলে। অন্যথায় তার সাথে আমার অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে হুমকিও প্রদান করে আসছে। তার অব্যাহত চাপে আমি অতিষ্ঠ হয়ে উঠছিলাম।

আজ শুক্রবার সকাল থেকেই সে আমাকে তার সাথে হোটেলে দেখা করতে বলে। আমি বিষয়টি আমার স্বজনদের জানিয়ে আমি নিরূপায় হয়ে রাজবাড়িস্থ হোটেল দিগনিটিতে  আলমগীর মেম্বারের সাথে দেখা করতে যাই। এসময় ২০৫ নাম্বার রুমে নিয়ে আমার সাথে জোর করে আবারও শারীরিক সম্পর্ক করে।  এ সময় পুলিশ হোটেলে অভিযান চালিয়ে আমাকে উদ্ধার এবং আলমগীর মেম্বারকে গ্রেফতার করে।

.

ভিকটিম নারী অভিযোগ করে বলেন, এই আলমগীর মেম্বারের কারণে ইতিপূর্বে আমার সাজানো গোছানো সংসারও ভেঙ্গে গেছে। তারপরও সে আমাকে বিয়ে করেনি। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় আমার সাথে শারিরিক সম্পর্ক করে মুহুর্তগুলো আমার অগোচরেই ভিডিও এবং ছবি তুলে রেখেছে বলে আমাকে প্রায় সময়ই হুমকি প্রদান করতো।

এদিকে আটককৃত ধর্ষক আলমগীর মেম্বার এর বিরুদ্ধে আগের আরো কয়েকটি মামলাও রয়েছে। তার এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, আলমগীর মেম্বার ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। নারী সংক্রান্ত অর্ধশত ঘটনা ঘটালেও তার প্রচন্ড রকমের প্রভাবের কারনে ভূক্তভোগী কেউই ভয়ে মুখ খুলেনা। তার কঠোর শাস্তিরও দাবি জানিয়েছে ভূক্তভোগীরা।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print