ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুরাদপুরে অধিগ্রহন বর্হিভুত ভবন উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন পালিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধিগ্রহন বর্হিভুত ভবন উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় ভবন মালিক ও ব্যবসায়ীদের আয়োজনে মুরাদপুর বহদ্দার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মুরাদপুর এলাকার ব্যবসায়ীরা বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম বর্হিভুতভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তাদের ব্যক্তি মালিকানাধীন ভবন ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। কোন ধরনের পূর্ব নোটিশ না দিয়েই তারা অনেকটা ক্ষমতার অপব্যবহার করে এ উচ্ছেদ চালাচ্ছে বলে অভিযোগ ভবন মালিকদের। সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ওয়েল ফুডের শো’রুম রক্ষার জন্যই এ ধরনের উচ্ছেদ অভিযানের ফলে পথে বসেছে কয়েকশত ব্যবসায়ী।

স্থানীয় ভবন মালিক এড.এস এম তছলিম উদ্দিন বলেন, সিডিএ বিএস রেকর্ড মতে হুমুক দখল বর্হিভুত ৭ ফুট জায়গা তাদের দখলে নিয়ে যাচ্ছে। এ জন্য অধিগ্রহনের বাইরে থাকা ভবনগুলো ভাঙ্গা শুরু করেছে। এ বিষয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জেলা প্রশাসককে লিখিত আপত্তি জানালেও তা কোন প্রকার আমলে নিচ্ছেনা তারা।

ভবন মালিক সামশুল ইসলাম বলেন, আমরা এর আগেও ১৮৫/১৯৬২-৬৩ মুলে সিডিএকে জমি দিয়েছিলাম। সে জমি সিডিএর নামে বিএস রেকর্ডও হয়েছে। কিন্তু বর্তমানে প্রকল্প বাস্তবায়নের নামে কোন ধরনের নোটি এবং পরিমাপ ছাড়াই সিডিএ আমাদের ব্যক্তিগত ভবন ভাঙ্গা শুরু করেছে। স্থানীয় ব্যবসায়ী মো. হাসান বলেন, সরকারী নিয়ম অনুযায়ী কোন ভুমি অধিগ্রহন করতে হলে ভুমি মালিককে আগে নোটি দিতে হয়। কিন্তু সিডিএ কোন ধরনের নোটিশ ছাড়াই আমাদেরকে উচ্ছেদে নেমে পড়েছে। এখন আমরা কয়েকশত ব্যবসায়ী পথে বসেছি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সিডিএ এবং জেলা প্রশাসকের এলএ শাখার যোগ সাজসে সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ওয়েল ফুডের শো’রুম রক্ষার জন্য তারা দক্ষিন পাশ থেকে ভুমি না নিয়ে উত্তর পার্শ্বে এসে উচ্ছেদ করছে।

ব্যবসায়ী হাজী ওসমান গনি বলেন আমরাও উন্নয়নের পক্ষে, কিন্তু সিডিএ এখন উন্নয়নের নামে গায়ের জোরে ক্ষমতার অপব্যবহার করে অন্যকে সুবিধা দিতে আমাদের উপর এ ধরনের জুলুম চালাচ্ছে।

তিনি বলেন এ ব্যাপারে বাস্তবসম্মত পদক্ষে নেয়ার জন্য প্রকল্প পরিচালকের নিকট লিখিত আবেদন দিলেও তিনি তা আমলে নেননি।

ক্ষতিগ্রস্থ ভবন মালিক ও ব্যবসায়ীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা কামনা করেন। এসময় ভবন মালিকদের পক্ষে এড.এস এম তছলিম উদ্দিন, যুবলীগ নেতা মো. ইদ্রিস, কে এম আলী আকবর, মো. ইয়াছিন, মো. সামশুল ইসলাম,হাজী ওসমান গনি,জাহাঙ্গীর আলম,মো. মুসা,মো. হাসান, এনামুল হক,নেজাম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print