
চট্টগ্রামের রাজনৈতিক বনেদী পরিবারের সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ পাপ্পু বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপ বস্ত্র ও পাঠ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ১৫১ সদস্য কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে তারেক মাহমুদ চৌধুরী বাপ্পুসহ ৫ জন বিভিন্ন পদে স্থান পেয়েছেন ।
চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া অন্য ৪ জন হলেন- উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে কুলসুম মুনমুন, নির্বাহী সদস্য বোখারী আজম, জাবেদ মাসুদ ও আজগর আলী।
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সুপারিশে এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তারেক মাহমুদ পাপ্পুর পরিচয় :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বনেদী পরিবার চান্দগাঁও/বাকলিয়ার কৃতি সন্তান, চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীর ছোট সন্তান তারেক মাহমুদ পাপ্পু।
আওয়ামী পরিবারের সন্তান পাপ্পু তৃণমূল থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
নগরীর চান্দগাঁও থানার গোলাম আলী নাজির সন্তান তারেক মাহমুদ পাপ্পুর জন্ম এবং বেড়ে উঠা নগরী ঈদগাহ মধ্যম রামপুর এলাকায়। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে জড়িত হন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেকক লীগের সাথে।
তার মরহুম পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল আলম ছিলেন শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালিন চট্টগ্রাম শহরের ডেপুটি কমান্ডার। তার মা মর্জিনা বেগম ছিলেন নগর মহিলা লীগের নেত্রী। বড়ভাই নওশাদ মাহমুদ রানা যুবলীগৈর কেন্দ্রিয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের নেতা।