
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার করোনা সেম্পল সংগ্রহ করা হয়েছে। সিটি স্ক্যানে তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত পাওয়া গেছে