ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুনীর্তির মামলায় সাজা, এরশাদের আপিল শুনানি পেছাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

is
.

দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জেনারেল এইচ এম এরশাদের আপিল শুনানি পিছিয়েছে। এরশাদের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্টের একক বেঞ্চ ৩০ নভেম্বর শুনানির জন্য নতুন দিন ঠিক করেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও এরশাদের পক্ষে শেখ সিরাজুল ইসলাম শুনানিতে অংশ নেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর ) আদালতে এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বলেন, এরশাদ সাহেব গুরুতর অসুস্থ। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শের জন্য কথা বলতে পারেননি। তাছাড়া এই মামলায় আগে সিনিয়র অনেক আইনজীবী ছিলেন। আমি নিজেও মামলা শুনানির জন্য প্রস্তুতি নিতে পারিনি। তাই চার সপ্তাহ সময় প্রয়োজন।

আদালত বলেন, ১৯৯২ সালের মামলা এখনো বিচারাধীন থাকলে হাইকোর্টের দরজা বন্ধ করে দেওয়া উচিত। উনি সাবেক রাষ্ট্রপতি হলেও আলাদা কোনো সুযোগ পাবেন না। আইন সবার জন্য সমান। এটি আপনাদের শেষ সুযোগ আর কোনো সময় দেওয়া হবে না। একথা বলে আদালত মামলার শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য্য করেন।

এর আগে ২০১২ সালের ২৬ জুন সাজার রায়ের বিরুদ্ধে এইচ এম এরশাদের আপিলে পক্ষভুক্ত হয়েছে দুদক। এরপর মামলায় আপিল শুনানির দিন ধার্য্য করতে দুদক চলতি বছর ২২ আগস্ট আবেদন করেছিলো ।

মামলার বিবরণীতে জানা যায়, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহাররাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে এরশাদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস থানায় মামলাটি করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়। একই সঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে এরশাদ ১৯৯২ সালে হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের শুনানিই এখন শুরু হচ্ছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print