
দীর্ঘ ৪ মাস ১০ দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্র ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তার পিতা। চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের ১ম বর্ষের ছাত্র প্রান্ত ভট্টাচার্য্য অনিক গত ২৬ জুন সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানান তার পিতা ত্রিদীপ কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, প্রশাসনের সব জায়গায় ধর্ণা দিয়েছি। পুলিশ, র্যা ব, পিবিআই, ডিবি সবার কাছে গিয়েছি। সবার চেষ্টার পরও আমরা আমাদের সন্তানকে আজ অবধি ফিরে পাইনি।
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কথা বলেন তিনি। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমার পরিবারকে সাথে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হসেছি। আমার একমাত্র ছেলে প্রান্ত ভট্টাচার্য্য অনিক (১৮) আজ ৪ মাস ১০ দিন ধরে নিখোঁজ। গত ২৬ জুন ২০২০ ইংরেজী শুক্রবার সকালে হাফ প্যান্ট আর টি শার্ট পরে পাথরঘাটা ইকবাল রোড ফাতেমা মঞ্জিলের বাসা থেকে বের হয়ে আজ অবদি ফিরে আসেনি। সে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। আমরা সারাদিন আত্মীয় সজন, বন্ধু বান্ধব ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়রী (নং-১২৬৭, তারিখ ২৭/৬/২০২০ ইং) করি।
তিনি বলেন, আমরা প্রশাসনের সব জায়গায় ধর্ণা দিয়েছি। পুলিশ, র্যা ব পিবিআই, ডিবি সবার কাছে গিয়েছি। র্যা ব-৭ চট্টগ্রাম সদর দপ্তরে অভিযোগ (নং ৩৭২ তারিখ ৮/৭/২০২০ ইং) করি, অভিযোগ। সবাই চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু সবার চেষ্টার পরও আমরা আমাদের সন্তানকে আজ অবদি ফিরে পাইনি।
তিনি বলেন, আজ দীর্ঘ ৪ মাস অতিক্রান্ত হয়ে গেলেও আমরা আমাদের একমাত্র ছেলেকে ফিরে না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার ছেলে একটা রাতও কোনদিন একা বাইরে কাটায়নি। চট্টগ্রামে কোভিড-১৯ ও লকডাউন শুরুর পর থেকে কোনদিন বাসা থেকে বেরও হয়নি। সেদিন একটু নীচ থেকে আসি বলে বের হয়ে আর ফিরে আসেনি। যাবার সময় কোন টাকা পয়সা ও তার ব্যবহৃত মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যায়নি।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আজ আপনাদের কাছে এসেছি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের একমাত্র ছেলেকে যাতে আমরা ফিরে পাই।-বিজ্ঞপ্তি