
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তারকে মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিশিষ্ট এ মুক্তিযোদ্ধার মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান করেন সিএমপি কর্ণফুলী থানা পুলিশ। এরপর জানাজা ও দাফন শেষে কবরস্থ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সুকান্ত সাহা, কর্ণফুলী জোনের এসি ইয়াসির আরাফাত, শিকলবাহার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহযোদ্ধাসহ পুলিশ সদস্যবৃন্দ।
জানাজা ও পুলিশের গার্ড অব অনার এবং তোপধ্বনি শেষে নিহত মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার এর বাড়ি শিকলবাহা ইউনিয়নের ০৮নং ওর্য়াড। গতকাল সোমবার বার্ধক্য জনিত রোগে এ মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।