
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন চন্দ্রাবিল এলাকায় চাঞ্চল্যকর লেগুনা চালক নাজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইমন (২৩) কে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে গ্রেফতার করেছে র্যাব ৭।
আজ বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব ৭ এর পক্ষ থেকে জানানো হয়।
এবিষয়ে র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, চট্টগ্রাম নগরীর গত ১০ সাগরিকা এলাকা থেকে লেগুনাসহ নিখোঁজ হওয়া নাজমুলের লাশ উদ্ধার করা হয়। তাকে অপহরণের পর হত্যা করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবী করেছিল অপহরণকারীরা।