
আস্ত একটি গাছের বড় ডাল ভেঙ্গে পড়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে জনবহুল স্থানে। তবে এতে কেউ হতাহত না হলেও ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি প্রাইভেটে কার ও দুইটি সিএনজি অটোরিক্সা।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্মচারী সমিতির পাশের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, দুপুর দেড়টার দিকে মেডিকেল পার্কিংয়ের মাঝখানে একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ে। ডালটি দীর্ঘদিন ধরে শুকনো অবস্থায় গাছের উপরে ছিলো। গাছের ডালটিও বেশ বড় আকারের ছিলো। এতে কেউ আহত হয়নি। তবে দুটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই স্থানে প্রতিদিন চিকিৎসকদের গাড়িসহ প্রায় শতাধিক গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়া গাড়ির চালকসহ পথচারীরা পার্কিংয়ের ভিতরের রাস্তা ব্যবহার করে থাকেন।