
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে দুটি বিরল প্রজাতির “তক্ষক” জব্দ করেছে পুলিশ। এসময় এক পাচারকারী আটক করা হয়েছে।
সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলি জোন) মো. ইয়াসির আরাফাত পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে বন্য প্রাণী তক্ষক পাচারকালে আজ মঙ্গলবার ভোর রাতে কর্ণফুলির চেকপোষ্ট থেকে অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত অবস্থায় দুটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয় যার ওজন অনুমান ১৫০ গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক ১৪ ইঞ্চি বলে জানান।
এ বিষয়ে আজ বিকাল ৪টায় কর্ণফুলী থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধমে বিস্তারিত জানানো হবে।