
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে পরিত্যক্ত একটি পুকুর থেকে মোঃ শরীফ (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মদুনাঘাট গোলআম গাছ তল (গোলগুইল্লা আমগাছতল) এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরীফ নগরীর পশ্চিম মোহরা গোলাফের দোকান এলাকার সোনার বাপের বাড়ির মোঃ নুরনবীর ছেলে।
নিহতের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে জানিয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাব্বারুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে কেউ খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। মৃতদেহের সুরুতহাল তৈরী করে চমেক মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
তবে সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু চিহ্নিত যুবক পূর্ব শত্রুতার জেরে নিহতকে খুন করতে পারে। নিখোঁজের সাথে সাথে তার পরিবার মদুনাঘাট তদন্ত কেন্দ্রে মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
পুলিশ তাদের নিখোঁজ ডায়রী করতে পরামর্শ দিয়েছিল। জানতে চাইলে ইনচার্জ বলেন, শুনার সাথে সাথেই পুলিশ মাঠে নেমেছিল কিন্তু কাউকেই পাওয়া যায়নি। মামলা নেয়ার আগে তদন্ত তো প্রয়োজন আছে।