
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৮শত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশের ।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পৌরসদরের থানার মোড় এলাকায় সন্দেহাতীত ভাবে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন এ অবস্থায় তাকে সন্দেহ জনক ভাবে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৮’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবা গুলো নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামে যাওয়ার জন্য রওনা হয়ে প্রতি মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিতে পরিবহন কৌশল এড়াতে পটিয়া থানার মোড় নেমে অন্য পরিবহনে উঠার জন্য অপেক্ষার সময় পুলিশের হাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান (২০), লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নং ওয়াডের বদিউল আলম মিস্ত্রী বাড়ির আক্তার আহমদের ছেলে।
এব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, ১৮’শ পিচ ইয়াবা সহ এক ইয়াবা কারবারিকে আটক করে পটিয়া থানায় মাদক আইনে মামলা রজু করে আজ সকালে আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আদালত আসামীকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দেন।