
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়েছে ১৬টি বসতঘর। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে মুরাদপুরের ১নং স্টেশন এলাকার নাজিরপাড়াস্থ হাজি কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। এরমধ্যে ৮টি সেমিপাকা ও ৮টি কাঁচা ঘর ছিল। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ২ ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।