
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নিমতলা এলাকায় একটি খাল থেকে দুই নবজাতকের লাশ এবং আনন্দবাজার সাগর পাড় থেকে অজ্ঞাতনামা গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ নভেম্বর) বন্দর থানা পুলিশ লাশ ৩টি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন পাঠক ডট নিউজকে ৩টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ‘নিমতলা খালের পাশে একটি কাগজের কার্টনের ভেতরে দুই নবজাতকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ দুটি উদ্ধার করেছে। আমরা এখন বিষয়টি তদন্ত করে দেখছি।’
এদিকে এর আগে সকালে বন্দর থানার আনন্দবাজার সাগর পাড় থেকে অজ্ঞাতনামা গলা কাটা এক যুবকের (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে এ লাশটি উদ্ধার করা হয়। তার পরণে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল।
বন্দর থানার এস আই আজিজুর রহমান বলেন, ধারণা করছি তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে অন্য কোথাও হত্যা করে মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে নাকি আনন্দবাজার সাগর পাড়েই তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পিবিআই ও সিআইডি। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।