
এস এস সি-৯০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “হৃদয়ে’৯০” এর উদ্যোগে চট্টগ্রামের প্রায় ২০০ হত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) নগরীর দেওয়ানহাটস্থ পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ২০০ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।

মোহাম্মদ বদরুল হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন “হৃদয়ে’৯০” বন্ধু এডভোকেট নুরুল আলম, ব্যাংকার মেহেরুব হোসেন, সাবিনা ইয়াসমিন, শাহাবুদ্দিন সজীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯০ এর বন্ধু আলমগীর হায়দার চৌধুরী লিটন, মমতাজ বেগমসহ ডিএফটি ও ডিএমটি প্যানেল শতাধিক বন্ধু।