
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন ডিবি উত্তরের পরিদর্শক মো. হাসান ইমাম।
আজ সোমবার (৩০ নভেম্বর) পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
পাহাড়তলি থানার ওসি মো. মঈনুর রহমানকে ডিবি উত্তরের পরিদর্শক পদে বদলি করা হয়েছে। এছাড়া একই আদেশে পরিদর্শক জহিরুল হক’কে বন্দর পুলিশ লাইন্সের ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
পরিদর্শক মো. হাসান ইমাম এর আগে সিএমপির কর্ণফুলী থানা ও পাহাড়তলী থানায় ও ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।