
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার হাটহাজারীতে প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে ট্রাকে করে রাতেই তা সরিয়ে ফেলা হয়। পাহাড় কাটার চিহ্ন লুকাতে দিনে গাছের ডালপালা দিয়ে পাহাড় কাটার স্থান ঢেকে দেয়া হয়। এভাবেই একটি চক্র গত কিছুদিন ধরে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাহাড় কেটে সাবাড় করে আসছিল।
এভাবে সুকৌশলে পাহাড়খেকো চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসলেও তাতে বাঁধ সাধেন হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

গতকাল বুধবার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ট্রাক ভর্তি করে পাহাড়েে মাটি নেয়ার সময় একটি ট্রাক আটক করেন ইউএনও রুহুল আমিন। ইউএনও র গাড়ি দেখে চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাহাড় খেকোদের ধরতে অভিযান চালান ইউএনও।
ইউএনও রুহুল আমিন জানান, ট্রাকটি আটকের পর কোন এলাকা থেকে পাহাড় কাটা হচ্ছে সেটার খোঁজ নিতে থাকি আমি। ট্রাকের চলাচলের রাস্তা অনুসরণ করতে করতে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঁধের পরে কেটে নেয়া পাহাড়ের খোঁজ পাওয়া যায়। সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায় দুষ্কৃতকারীরা রাতে পাহাড় কাটে আর দিনে গাছ দিয়ে সেই কাটা অংশ ঢেকে রাখে। পাহাড় কাটা অবস্থায় ভ্রাম্যমাণ আদালত কে দেখেই স্কেভেটর রেখে পালিয়ে যায় চালক। এসময় ঘটনাস্থল হতে স্কেভেটর জব্দ করা হয় এবং স্থানীয় জনপ্রতিনিদের উপস্থিতিতে স্কেভেটরটি ধ্বংস করা হয়।