
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ।
আজ রবিবার (০৬ ডিসেম্বর) সকালে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চত্বরে মিলিত হয়ে সমাবেশ করেন।

কর্ণফুলী ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এম সাইফুদ্দিন এর সঞ্চানলায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, এএ আজাদ সোহেল, ইফতেকার রনি, গিয়াস উদ্দিন, কামাল উদ্দিন, আবদুল আল নোমান, কফিল উদ্দিন আহ্বায়ক কমিটির সদস্য হাসান,রুবেল, মঈনুদ্দিন মাহমুদ, মেজবাহ শুভ,নয়ন, লিটন,নাঈম,ছোটন, আলাউদ্দিন মাঝি, তানবীর আমিন শুভ,সন্জয় চৌধুরী, আহমেদ, ফয়সাল, তৌহিদ,বাপ্পি, আবু সুফিয়ান সাকিব ,এমদাদ রুবেল, ছাত্রলীগ নেতা এস এম মহিউদ্দিন, আকরাম, সাইফ, রাসেল, জাবেদ, ইকবাল, মুন্না, আসাফ, ইমন, আমজাদ, মামুন, সজীব, বাবু, কাজল, সাইফ, আলী, সাদ্দাম, আরমান, আকবর, সাকিব, মাহিন জয় দাসসহ প্রমূখ।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা ফের সক্রিয় হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। এই গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে।যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় নয়।
এইসময় কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।