
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় কাঁচা সুপারির ভিতর অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক নারী ইয়াবা কারবারিকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। আটক নারী ইয়াবা পাচারকারীর নাম নাছিমা বেগম (৪৫) সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নপালং এলাকার মনির আহমেদের স্ত্রী বলে জানিয়েছেন পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৮ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে নিয়মিত অভিযানে কক্সবাজার হতে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সে কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচার করার উদ্দেশ্য চট্টগ্রামে যাচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে পটিয়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তারিক রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারীর কাছ থেকে একটি পলিব্যাগ পাওয়া যায়। এসময় তার গতিবিধি সন্দেহ হলে ব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর আরো ভালো করে তল্লাশি করে সুপারির ভেতরে ইয়াবার অস্তিত্ব প্রমাণ পাওয়া গেলে ঐ নারী পাচারকারীকে গাড়ী থেকে নামিয়ে এক এক করে সব সুপারি চেক করে ৩ হাজার ৭০৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।