
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমের এবং পরবর্তী খরিপ-১ গ্রীষ্মকালীন মুগ ফসলের জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসনের উপর এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলা কৃষি অফিস কার্যালয়ের হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে।
তিনি আরো বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই সাথে কৃষকদের বিষমুক্ত নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন করতে হবে।’
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ কল্পনা রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের কৃষি বিষয়ক প্রতিনিধি আজিমূল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল হোসেন, আশিষ কুমার দাশ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার মজুমদার, উদ্ভিদ সংরক্ষন অফিসার মো: বুলবুল, ডিকেআইবি সভাপতি খায়ের আহমদ প্রমুখ।