
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাতকানিয়া-লোহাগাড়া` নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির শিক্ষক লাউঞ্জে এক অনুষ্ঠানে এ সংগঠনটি যাত্রা শুরু করে।
এতে ইরফান এইচ সায়েমকে সভাপতি এবং হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে ২০১৬-১৭ মেয়াদের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ শোয়াইব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসাইন নির্বাচিত হয়েছেন।
এ কমিটি ঘোষাণা করেন সংগঠনটির উপদেষ্ঠা জায়েদুল জলিল। তিনি বলেন, আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। প্রয়োজন অনুসারে কমিটির মেয়াদ বাড়ানো হবে।
তিনি আরো বলেন, এই দুই উপজেলা থেকে প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। ক্যাম্পাসে তাদের মধ্যে ইউনিটি স্থাপন এবং পারস্পারিক যোগাযোগ ও ভাব বিনিময়ের উদ্দেশ্যে এ সংগঠনটি গঠিত হয়।