
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।। আজ রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলাধীন বাঁশবাড়ীয়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানাযায়, চট্টগ্রামমূখী একটি মোটরসাইকেলকে একইমূখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী আরাফাত ঘটনাস্থলে নিহত হয়। তিনি নোয়াখালী জেলার সুর্বনচরের নুরউদ্দিনের পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।