ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিজয় দিবসে নানান বয়সী মানুষের পদচারণায় মুখরিত চট্টগ্রাম শহীদ মিনার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বাধীনতার ৪৯তম বর্ষে পর্দাপনে নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

ভোরের আলো ফুটতেই নগরীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা।

বিজয় দিবসের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে পুরো এলাকায় পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করা হয়েছে।

.

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। এরপর সকাল ৮টায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এ ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোতে। রাস্তার মোড়ে মোড় বাজছে ৭১’র রনাঙ্গণের গান।

বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোতে।

.

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু হাসান সিদ্দিক জানান, সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে আজ। দুপুরে নগরের হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

এছাড়া সন্ধ্যায় অনলাইনে জুম মিটিং অ্যাপের মাধ্যমে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। দিনব্যাপী স্থানীয় বিভিন্ন চ্যানেলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা হচ্ছে।

এদিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, ন্যাপ, বাসদ, বাসদ (মার্কসবাদী), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print