
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মো. মমিনুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে ২০১৮ সালের মার্চ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জে নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।