
নগরীর ইপিজেড থানার উত্তর পতেঙ্গা এলাকায় মোহাম্মদ আলমগীর প্রকাশ আলমগীর কোম্পানী (৪৫) নামে এক পরিবহণ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ উত্তর পতেঙ্গার রিং রোড বেড়ি বাধঁ সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহত আলমগীর কোম্পানী একই এলাকার আব্বাস আলী বাড়ীর নূর আলীর ছেলে।
ইপিজেড থানার সাব ইন্সপেক্টর সাজেদ কামাল পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তর পতেঙ্গা এলাকায় একটি খুন হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কে বা কারা হত্যা করেছে আমরা এখনো জানি না। তবে এটি হত্যাকান্ড বলা যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত আলমগীর পরিবহণ ব্যবসায়ী ও বালু সাপ্লাইয়ার। তার বেশ কয়েকটি সিএনজি অটো রিক্সা ও টমটম রয়েছে। পাশাপাশি তিনি বেড়িবাঁধে বালু সাপ্লাই করতো। ব্যবসায়ীক বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।