
নিউইর্য়ক থেকে শুভাশিষ বড়ুয়া:
নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের হালিশহর এ-ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা সন্দ্বীপ নিবাসী, কমিউনিটির পরিচিত মুখ ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না সিপিএম আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউইয়র্ক এ ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তারা নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতেন। করোনা আক্রান্ত হয়ে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নিউইয়র্ক সহ আমেরিকার সবখানে আবার করোনা ভাইরাসের বিস্তার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে । গত এক মাসে নিউইয়র্কে ৭ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
তারা হলেন আবাসন ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬), চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কালাম আজাদ (৭৩), এলমহার্স্টের বাসিন্দা শেফালি বেগম (৫৫)। চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়া (৫৫), লং আইল্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার তৌফিকুল ইসলাম (৬২) (প্যাথলজিষ্ট) এবং সর্বশেষ শিকার এই পিতা-পুত্র।
গতকাল পর্যন্ত নিউইয়র্কে করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন প্রায় ৩৬ হাজার মানুষ এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা প্রায় ৩ শতাধিক।