
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাতকানিয়া উপজেলার সাংগঠনিক কার্যক্রম দুইভাগে বিভক্ত করে ‘উত্তর সাতকানিয়া’ নামে একটি নতুন সাংগঠনিক শাখা গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি বুধবার (২২ ডিসেম্বর) এটির অনুমোদন দিয়েছে।
দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, বিএনপি নেতা আফিল উদ্দীন আহম্মেদ ২০১৯ সালের ২ নভেম্বর কেন্দ্রে প্রেরিত এক আবেদনের প্রেক্ষিতে এ নতুন উপজেলা মর্যাদার ইউনিট গঠন করা হয়েছে।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটের অন্তর্ভূক্ত ইউনিয়নগুলো হচ্ছে কালিয়াইশ, কেওচিয়া, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড় ও খাগড়িয়া ইউনিয়ন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ‘উত্তর সাতকানিয়া’ বিএনপির সাংগঠনিক শাখা গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সাতকানিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৬ ইউনিয়ন চট্টগ্রাম নির্বাচনী এলাকা ১৪ আসনে এবং বাকি ১১ ইউনিয়ন পড়েছে ১৫ আসনে। এ কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছিল। নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলাদা সাংগঠনিক ইউনিট গঠনের দাবী তুলে আসছিল। এর প্রেক্ষিতে উত্তর সাতকানিয়া নামে নতুন একটি ইউনিট গঠন করা হয়েছে। মূলত সাংগঠনিক কর্যক্রম আরও বাড়াতে এ ইউনিট করা হয়। দ্রুত এর সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।’
বিএনপি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ৯নং আলােচ্যসূচির আলােকে চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলার সাতকানিয়া উপজেলার় ৬টি ইউনিয়নের সমন্বয়ে ১টি পৃথক সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নতুন ইউনিটের নামকরণ নিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের নেতৃবৃন্দের সাথে আলােচনা করে ইউনিটের নাম নির্ধারণের কথা বলা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ৬ ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের সাথে আলােনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ‘উত্তর সাতকানিয়া’ সাংগঠনিক থানা শাখা নামকরণ করা হয়।
দক্ষিণ জেলার নতুন এ ইউনিটের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আফিল উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম, সেই চেষ্টা এখন সফল হয়েছে। দক্ষিণ জেলার আহবায়ক ও সদস্য সচিবের সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি এ নতুন ইউনিট অনুমোদন দিয়েছে। এখন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।
